কলকাতা বিজ্ঞাননগরী

কলকাতা তিলোত্তমা।আর কলকাতার মধ্যে রয়েছে অসীম আশা। যেখানে রয়েছে বিজ্ঞানের নতুন আশ্চর্য আবিষ্কার। কলকাতা হলো সেই স্থান যেখানে বাঙালিরা স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্য ঘটেছে অগ্রগতি। আর যার জন্য ভারতের প্রথম পাতাল রেল চালু হয়েছে এই স্থানে। এছাড়াও রয়েছে আধুনিক কম্পোজিট স্টেডিয়াম। আন্তর্জাতিক সেতুর জগতের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাসাগর সেতু, ইডেন উদ্যানের ফ্ল্যডলাইট,  আবার রয়েছে সায়েন্স সিটির মতো উন্নত স্থান।


 কলকাতা বিজ্ঞান চর্চার পীঠস্থান


ভারতীয় বিজ্ঞাপনের পীঠস্থান এই কলকাতা। বহু পূর্বে এখানে চলবে বিজ্ঞান চর্চা। আর সায়েন্স সিটি তারই অবদান ধরা যেতে পারে। এখানে প্রতিষ্ঠিত হয় বসু বিজ্ঞান মন্দির, রসায়ন বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র, ডক্টর মেঘনাদ সাহা প্রতিষ্ঠা করেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স।

চিকিৎসাবিজ্ঞানে ডাক্তার বিধানচন্দ্র রায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, নীলরতন সরকার এই সবকিছুই বাঙালি বিজ্ঞানীরা কলকাতার বুকে তাদের কর্মকাণ্ড চালিয়ে। আর এই বিজ্ঞানী নগরী বা সাইনসিটি তাদের শ্রদ্ধাঞ্জলি স্বরূপ বলা যেতে পারে।


 বিজ্ঞান নির্ণয় এর উদ্দেশ্য


কলকাতা কে বিজ্ঞান নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে চান রাজ্য সরকার। আর তাই তারা আন্তর্জাতিক শহরে পরিণত করেছেন কলকাতাকে। কলকাতার মানুষকে বিজ্ঞানমনস্ক পরিবেশ সচেতন করতে চেয়েছেন। এখানে পূর্বেই গড়ে উঠেছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিকাল মিউজিয়াম।

এর মাধ্যমে বিজ্ঞান এবং প্রযুক্তির বিবর্তন এর পাশাপাশি বর্তমান অগ্রগতি ত্বরান্বিত করতে চেয়েছে। এছাড়াও কলকাতা মানুষের কাছে বিজ্ঞানকে গ্রহণযোগ্য করে তোলার উদ্দেশ্য রয়েছে। এখানে হাতে কলমে পরীক্ষা করে দেখাতে পাওয়া যাচ্ছে বিভিন্ন কার্যকারণ ও নিয়ম-কানুন। বর্তমানে এই বিজ্ঞান নগরী কলকাতার বুকে প্রসিদ্ধি লাভ করেছে।


 বিজ্ঞান নগর আকর্ষণীয় কেন?


 বিজ্ঞান নগর গড়ে উঠেছে এবং এর মধ্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার রয়েছে যা আমরা কল্পনাও করতে পারিনি। এখানে রয়েছে  টাইম মেশিন, ভূমিকম্প, চোরাবালি, ঘূর্ণি সমুদ্রের ঢেউ।

প্রাগৈতিহাসিক যুগের ভয়ঙ্কর ডাইনোসর এ সমস্ত মানুষকে আকর্ষণ করে। যে সমস্ত অজানা তথ্য তা এইখানে এসে জানা যায়। আর তার সঙ্গে সঙ্গে ব্যস্ত ব্যক্তিদের। এছাড়াও এনার্জি পার্ক এখানে বর্তমানে।

উপসংহার: কলকাতার বিজ্ঞান নগরী আমাদের গর্ব। আমাদের এই বিজ্ঞান নগরী ভারতের বিজ্ঞান জগতের এক স্তম্ভ স্বরূপ। বিজ্ঞানের আবিষ্কার কলকাতা ভারতবাসীর কাছে আনন্দের প্রতিমূর্তি।

অজানা তথ্য বিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র অভিজ্ঞতার ভিত্তিতে স্থাপন করেছে। বিশাল অর্থ ব্যয়ে কে কেন্দ্র করে গড়ে তোলা এই নগরী বিজ্ঞানকে আরো জনপ্রিয় করে তুলবে।